কুমিল্লার তিতাস উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল পাচারের অভিযোগে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জহিরুল ইসলাম, তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ওএমএস ডিলার এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
সোমবার (১২ মে) রাত ৯টার দিকে আসমানিয়া বাজার থেকে ৩৫ বস্তা (৫০ কেজি করে) সরকারি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। স্থানীয়দের সন্দেহে চালবোঝাই পিকআপ আটক করলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে চালসহ জহিরুল ইসলামকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আত্মসাতের উদ্দেশে চাল সরানোর কথা স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
ইউএনও সুমাইয়া মমিন জানান, চাল আত্মসাতের দায়ে সাজা দেওয়ার পাশাপাশি তার ডিলারশিপ বাতিলের প্রক্রিয়াও চলছে।
আজ (১৩ মে) দুপুরে দণ্ডপ্রাপ্ত জহিরুলকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।