মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে মামলার বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশপ্রাপ্ত হিটু শেখ ছিলেন শিশুটির শ্বশুর। খালাস পাওয়া অন্য তিনজন হলেন—শিশুটির বোনের স্বামী, শাশুড়ি ও দেবর।
রায়ের পর আছিয়ার মা আয়েশা খাতুন বলেন, “আমি হিটু শেখের ফাঁসির রায়ে সন্তুষ্ট হলেও বাকি তিন আসামিকে খালাসে কষ্ট পেয়েছি। আমরা এই রায় মেনে নিতে পারছি না এবং উচ্চ আদালতে আপিল করব।”
মামলার বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট এহসানুল হক সমাজী জানান, বাদীপক্ষ যে তিনজনের বিরুদ্ধে ভয়ভীতি ও আলামত নষ্টের অভিযোগ করেছিল, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আদালত খালাস দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১ মার্চ আছিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে গেলে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন এবং পুলিশ সবাইকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা হয়।