আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটির মধ্যেই রাজধানী ঢাকায় পৃথকভাবে তিনটি বড় জনসমাবেশের আয়োজন করেছে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো। নিরাপত্তা ও জনদুর্ভোগের আশঙ্কায় ইতোমধ্যে প্রশাসনের নজরও রয়েছে এসব কর্মসূচির দিকে।
ছুটির প্রথম দিন বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা। সমাবেশটি আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
এর পরের দিন, শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ছুটির তৃতীয় ও শেষ দিন শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রস্তুতি বিগত এক মাস ধরেই চলছিল। বুধবার খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠকে সমাবেশ বাস্তবায়ন কমিটি চূড়ান্ত প্রস্তুতির কথা জানায়।
রাজনৈতিক ও ধর্মীয় এই কর্মসূচিগুলোকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।