দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনি বাস ও ইজিবাইকের ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মর্জিনা (৫০), সাবিহা (১৫), সারজিনা (৪০) ও এক শিশু। এরা সবাই সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতুইর গ্রামের একই পরিবারের সদস্য।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে কুতুইর গ্রামের মকবুল হোসেনের পরিবার ইজিবাইকে করে কান্তনগর মেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে গম গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছলে ঠাকুরগাঁও থেকে আসা দ্রুতগামী একটি মিনি বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আহত অবস্থায় চালকসহ ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দিনাজপুর দশমাইল হয়ে পঞ্চগড় ও রংপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।











