দীর্ঘদিন পলাতক থাকার পর জামালপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে মো. শাহজাহান ওরফে সাজু মিয়া (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জেলা শহরের জামালপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে জামালপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার মো. শাহজাহান মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ। তিনি মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।