ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৪ মে) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি। তবে যেন আর কারো সঙ্গে এমন কিছু না ঘটে, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
সাম্যের ক্যাম্পাসজীবনের সংগ্রামী ও ভদ্র আচরণ তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, “২০১৯ সালের দিকেই যেকোনো যৌক্তিক আন্দোলনে সাম্যের সক্রিয় উপস্থিতি ছিল। সে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং অসম্ভব ভদ্র ছেলে। আজ সে আর আমাদের মাঝে নেই—এটা মেনে নেওয়া কষ্টকর।”
তিনি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচার নিশ্চিত করা হবে। তবে তিনি শুধু হত্যাকারীদের নয়, উদ্যান এলাকায় সক্রিয় অপরাধচক্র, মাদক ব্যবসায়ী ও উদ্যানের অনিরাপদ পরিবেশকেও দায়ী করেছেন।
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “স্বস্তির জায়গা হওয়ার কথা ছিল এই উদ্যান, অথচ এখন এটি হয়ে উঠেছে আতঙ্কের নাম।” তিনি জানান, ইতোমধ্যে ঢাবি প্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয় এবং ডিএমপি-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব শিগগির উদ্যানকে নিরাপদ স্থানে রূপান্তরের কাজ শুরু হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মোটরসাইকেল দুর্ঘটনার পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।