নাগরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নাগরপুর উপজেলায় ১১৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আইন শৃখলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন, পূজা কমিটির আহবায়ক লক্ষীকান্ত সাহা, যুগ্ম-আহবায়ক শম্ভুনাথ সাহা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দার।
আরো উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, ওসি তদন্ত বাহারুল খান বাহার।
পরিদর্শকালে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
শারদীয় দুর্গাপূজাকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে আমরা বদ্ধপরিকর।
হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই আনন্দকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে।
স্বাভাবিকভাবে এবং উৎসবমুখর পরিবেশে যাতে করে হিন্দু সম্প্রদায় দুর্গোৎসব উৎসব পালন করতে পারে তার জন্য জেলা ও উপজেলার সকল মন্দিরের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম মোতায়েন আছে।
সেই সাথে তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য আনছার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে।
শারদীয় দুর্গাপূজাকে অবাধ ও সুষ্ঠ করতে আমরা বদ্ধপরিকর।
এই উৎসবে কেহ যদি অপ্রীতিকর কিছু করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
কোন দুস্কৃতিকারী যেন আইন অমান্য করতে না পারে এবং সন্ত্রাসী কর্মকান্ড ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন।