নিজস্ব প্রতিবেদক : শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটিসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে হিন্দু পরিষদ।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদ জেলা শাখার প্রধান সমন্বয়কারী সুমন দত্ত, সমন্বয়কারী প্রীতিশ পন্ডিত, আহŸায়ক ঝন্টু পন্ডিত প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তাই প্রধানমন্ত্রীর নিকট শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি করার দাবি জানাচ্ছি।
এছাড়াও সংখ্যালঘু সরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি করছি। সম্পাদনা – অলক কুমার