টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে দেলদুয়ার উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার।
সভায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোলায়মান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিন মিয়া।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবুল খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল্লাহ মিয়া ও মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।