গতকাল শনিবার (১৭ মে) দিবাগত রাতে দেশের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
মেহেরপুরে ভারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। ঘরের চাল ভেঙে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গাইবান্ধায় ঝড়ের সময় একটি গাছ ভেঙে পড়ে চায়ের দোকানের ওপর, এতে এক নারী নিহত হন। জামালপুরেও ঝড়ের কারণে গাছপালা উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও ব্যাহত হয় সড়ক যোগাযোগ।
এছাড়া ফরিদপুরের কানাইপুর বাজারে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, খেজুর গাছে বজ্রপাতের পর আগুন ছড়িয়ে পড়ে গুদামে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আবহাওয়াবিদরা জানান, মে মাসে কালবৈশাখীর প্রকোপ স্বাভাবিক হলেও এবারের ঝড়টি কিছু এলাকায় অতিরিক্ত তাণ্ডবলীলা চালিয়েছে, যার ফলে ক্ষতির পরিমাণও বেশি।