বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশের মানুষ সবসময়ই কল্যাণের জন্য লড়াই-সংগ্রাম করে। কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। দেশের জন্য সকলে কাজ করবো—এটাই আমাদের শপথ ও ভাবনা।”
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান তিনি।
তিনি আরো বলেন, “বিশ্বজুড়ে সংগাতি-দ্বন্দ্ব থাকলেও আশা হারানো যাবে না। আঠারো কোটি মানুষের প্রচেষ্টাই আমাদের শক্তি; সমস্যা থাকলেও তা কাটিয়ে সামনে এগোতে হবে।”
অনুষ্ঠানে ফখরুল ছাত্রদের সঙ্গে কবিতা আবৃত্তি করেন এবং শান্তিবাদী দৃষ্টিভঙ্গি বিস্তার করার গুরুত্বের উপর জোর দেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিনসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।