দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ আরও সহজ করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল।
গত শুক্রবার (১৬ মে) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পরদিন শনিবার (১৭ মে) এক বার্তায় বিষয়টি জানানো হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি জানান, শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় দূতাবাস পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
রাষ্ট্রদূত আরও বলেন,
“সিউলে দূতাবাস আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণ কাম্য। এতে করে কমিউনিটির মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি পাবে।”
এদিকে, বাংলাদেশ দূতাবাস একটি তথ্যভাণ্ডার বা ডেটাবেজ তৈরির কাজ শুরু করেছে, যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংরক্ষণ ও দ্রুত সেবা প্রদান সহজ হবে। এতে করে কমিউনিটির কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।