ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. জুবায়ের আহামাদ (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার (৫ মে) গভীর রাতে রোয়াইল ইউনিয়নের তালিমুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী শিশুর মা ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
ধৃত জুবায়ের আহামাদ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা এবং তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। পুলিশ জানায়, আবাসিক শিক্ষার্থী হিসেবে ওই শিশু মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী, রাত আড়াইটার দিকে শিক্ষক জুবায়ের শিশুটিকে ঘুম থেকে ডেকে নিজ শয়নকক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেন।
ঘটনার পর সোমবার সকালে বাড়িতে এসে মাকে সব জানায় শিশুটি। পরে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের দাবি, শিশু নির্যাতনের এমন ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।