ঢাকাসহ সব নগরীকে তিলোত্তমা নয়, বরং বাসযোগ্য করে গড়ে তুলতেই সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের খানপুরে রাজউকের জোনাল অফিস উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন, “নিয়ম না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো প্রভাবশালী মহলও নয়।”
তিনি জানান, “সারা দেশে রাজউকের অভিযান চলমান থাকবে। নির্মাণাধীন ভবনেও অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাজউকের অতীত কর্মকাণ্ড নিয়েও বলেন, “পূর্বে যারা অনিয়মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজউকের মূল লক্ষ্য হচ্ছে একটি বাসযোগ্য, নিরাপদ নগরী গড়ে তোলা এবং নাগরিকদের সেবা দেওয়া।”
তিনি সকল নাগরিককে নিয়ম মেনে ভবন নির্মাণের আহ্বান জানান এবং বলেন, “জনগণেরও উচিত নিয়ম মানা এবং রাজউককে সহযোগিতা করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, অথারাইজ অফিসার এফআর আশিক আহমেদসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।