নরসিংদী জেলার পলাশ থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইলিয়াছ ওরফে মোঃ সানজিদুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেপ্তার হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিএসপি, র্যাব-১১, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে বরাটি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিমের স্বামী মৃত্যুবরণ করায় তিনি তার কন্যাকে নিয়ে স্বামীর বসত বাড়িতে অবস্থান করছিলেন। প্রতিবেশী ইলিয়াছ বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়েছিলেন। ভিকটিম রাজি না হওয়ায়, ১০ আগস্ট দুপুর ১২টার দিকে ইলিয়াছ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিম বাদী হয়ে নরসিংদীর পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এবং পেনাল কোডের ৫০৬ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ-১২ আগস্ট ২০২৫।
গ্রেপ্তারকৃত ইলিয়াছ (৩৫) নরসিংদী জেলার বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।