নাগরপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ইউএনও’র নিয়মিত বাজার মনিটরিং

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি রাখা হচ্ছে এমন কিছু অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিশেষ করে চাউল, ডাউল, আলু , পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নাগরপুুুুুুর কাঁচা বাজার পরিদর্শন করেন।

অভিযানের সময় পাইকারী আলু ব্যবসায়ীদেরকে প্রতিদিনের মূল চালান কপি সাথে রাখার জন্য নির্দেশ দেন।

আলু-পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য গুদামে মজুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুত করা যাবে না বলে তিনি সতর্ক করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, বিগত কিছু দিন ধরে দ্রব্যমূল্য বেশি নেওয়ার অভিযোগ আসছে।

সেই অভিযোগের প্রক্ষিতে নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে এ অভিযান পরিচালনা করা হয়।

নাগরপুর বাজার অনেকটাই স্থিতিশীল আছে বলেই মনে করেন এই উপজেলা নির্বাহী অফিসার।

এসময় তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে ।

এসময় তিনি আরো জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ন্যায্য মূল্যের বেশি রাখা না হয়, কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বাড়ানো না, সেজন্য এই মনিটরিং অব্যাহত আছে, থাকবে।

এ সময় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, এসআই মো. ছায়েদুর রহমান ও উপজেলা নিবার্হী অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।