নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামাল চেয়ারম্যানের দাফন সম্পন্ন

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেনের (৬৭) দাফন সম্পন্ন হয়েছে।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান।

শেখ কামাল হোসেন মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

মৃত্যুর আগে তিনি মামুদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান;  জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

শনিবার (২৮ মার্চ) বিকাল ছয়টায় মামুদনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

সে মামুদনগর গ্রামের মৃত শাহ মাহমুদ সরকারের ছেলে।

মরহুমের জানাযায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, উপজেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম-আহবায়ক আহাম্মদ আলী রানা, মো. হাবিবুর রহমান হবি সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাযা শেষে সামাজিক কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। সম্পাদনা – অলক কুমার