নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার পূর্বের বিদ্যমান কমিটি বহাল প্রসঙ্গে চিঠি ইস্যু করেছে জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি।
এতে সভাপতি এস এম আনোয়ার ও সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ নেতৃত্বে উক্ত সংগঠন সংশ্লিষ্ট সকল সাংগঠনিক কার্যক্রম চলবে।
টাঙ্গাইল জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি উপদেষ্টা আলী ইমাম তপন ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক এর যৌথ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে নাগরপুর শাখা পূর্বের কমিটি বহাল রেখে তাদের কার্য চলমান রাখবে বলে জানানো হয়।
পূর্বের বিদ্যমান কমিটি বহাল প্রসঙ্গে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি এসএম আনোয়ার বলেন, আমরা সংগঠনের সবাই ঐক্যবদ্ধ আছি।
কোনো অপশক্তি বা কোনো ষড়যন্ত্র আমাদের এই ঐক্যবদ্ধ সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না; জেলা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এতে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই।
জেলা কমিটি আমাদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমরা পালন করে যাবো।
এসময় তিনি সাধারণ শ্রমিক ভাইদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, আমাদের কমিটি সর্বদা শ্রমিকদের পাশে থাকে ও তাদের কল্যাণে কাজ করে।
সুতরাং শ্রমিক ভাইয়েরা বিভ্রান্ত না হয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি; প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখি।
উল্লেখ্য, শ্রমিকদের সহায়তা প্রদান ও নাগরপুর সদর এলাকায় যানজট নিরসনে কার্যকরী ভূমিকা রাখায় সুনাম অর্জন করেছে আনোয়ার-শাহ আলম কমিটি।
সাধারণ শ্রমিকদের ব্যাপক সমর্থন ও ভালবাসাও রয়েছে উক্ত কমিটির প্রতি। সম্পাদনা : অলক কুমার