নাগরপুরে মাছ ধরার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনাবাড়ীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করা হয়েছে।

রবিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী থেকে প্রায় ২ লক্ষ ১১ হাজার টাকার চায়না জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাছুম বিল্লাহ, এএসআই আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। জব্দকৃত চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত ভাবে অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা – অলক কুমার