নাটোর সদর উপজেলার দত্তপাড়া সেতু এলাকায় নাটোর-ঢাকা মহাসড়ক থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর কাছে মহাসড়কে তিনটি সবুজ রঙের পলিথিন পড়ে থাকতে দেখা যায়। বাতাসে একটি পলিথিন খুলে গেলে সেখান থেকে একটি কাটা হাত বেরিয়ে আসে। বাকি দুটি পলিথিন বন্ধ অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা হাতটি উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে কোনো গাড়ি থেকে হাতটি নদীতে ফেলার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তা সড়কের ওপর পড়ে যায়। প্রাথমিকভাবে এটি একজন বয়স্ক ব্যক্তির হাত বলে মনে করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।