কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ জুন) দিবাগত রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে মোহাম্মদ জুবায়ের ও নূরুল আমিন নামের ওই দুই মাদক পাচারকারীকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী ও আশপাশের তীরবর্তী এলাকায় আগেই বিশেষ টহল মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে বিজিবি সদস্যরা।
পরে নৌকাসহ মিয়ানমারের দুই নাগরিককে বাংলাদেশের জলসীমা থেকে আটক করা হয়। নৌকার পাটাতনের নিচ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।