কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে তুলে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের বগার দ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন—হোয়াইক্যংয়ের বালুখালি গ্রামের বাদশা আলম (৪৫) ও আবুল কালাম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মাছ ধরতে গিয়ে ওই দুই জেলেকে আরাকান আর্মির সদস্যরা বেলা ১১টার দিকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। যদিও সুনির্দিষ্টভাবে নদীর কোন অংশ থেকে অপহরণ করা হয়েছে, তা জানা যায়নি।
স্থানীয় জেলে আলী হোসেন জানান, আরাকান আর্মি প্রায়ই নাফ নদীতে অবস্থান করে এবং সুযোগ পেলেই জেলেদের ধরে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “দুই জেলে নিখোঁজের খবর শুনেছি, তবে এখনও পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে কেউ কিছু জানায়নি।”
এদিকে জেলে ও স্থানীয় মৎস্যজীবীরা দাবি জানিয়েছেন, নাফ নদী ও আশপাশে টহল জোরদার এবং অপহৃত জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার।