নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পিটুনির শিকার হয়ে মো. পারভেজ (৩০) নামে এক যুবক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারামিয়ার ছেলে। বর্তমানে তিনি বুলবুল নামের এক ব্যক্তির বাসায় ভাড়াটিয়ার মতো বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার (২২ নভেম্বর) গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত মেসবাহ উদ্দিন পারভেজকে আটক করে তার দুই ছেলের সঙ্গে মিলে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে সকাল আনুমানিক ৭টার দিকে পারভেজের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মেসবাহ উদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











