নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর লেকপাড় এলাকায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের বাবা মাহমুদ আল শামীম জানান, পায়েল তাদের ওয়ার্কশপে কাজ করত এবং বিকেলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে জানতে পারেন লেকপাড় এলাকায় অজ্ঞাত কেউ ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে যায়।
ঘটনার কারণ ও জড়িতদের সম্পর্কে এখনো নিশ্চিত নয় পরিবার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।