নারায়ণগঞ্জ র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে গাজীপুরের পূবাইলে মীরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি দল।
র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলেন মো. কুদ্দুস (৩৯) এবং মো. জুম্মান মিয়া (২৭)।
তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রাজাবাড়ীকান্দি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানান, দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রি করতেন তারা।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকযোগে নরসিংদীর পাঁচদোনা হয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল মাদকবাহী গাড়িটি। গোপন তথ্যের ভিত্তিতে মীরেরবাজার এলাকায় র্যাবের একটি দল ট্রাকটি থামিয়ে দুই কারবারিকে হাতেনাতে আটক করে।
ট্রাকের ভেতর থেকে দুই বস্তা ভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। র্যাব-১১ এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান। সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের এই অভিযান আরো জোরদার করা হবে।’
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




