জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় মোশারফ হোসেন মিরাজ (৩৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ মে) গভীর রাতে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোশারফ হোসেন মিরাজ স্থানীয় শহীদ মিয়ার ছেলে এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, “শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে মোশারফকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নাশকতা সংক্রান্ত মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১০ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”