নির্বাচন, রাজনৈতিক সংস্কার ও সরকারের নিরপেক্ষতা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার (২৫ মে) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ চিঠি গণমাধ্যমে আসে।
চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এখন সময়ের দাবি। পাশাপাশি, বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের সিদ্ধান্তে জাতীয় স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপি জানায়, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের উচিত নিরপেক্ষতা নিশ্চিত করা। একই সঙ্গে, ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে সরকারকে সতর্ক করে বলা হয়েছে, জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হলে সরকারের প্রতি বিএনপির সহযোগিতা কঠিন হয়ে পড়বে।