বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব ষড়যন্ত্র প্রতিহত করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, সব রাজনৈতিক দল মাঠে নেমেছে এবং সরকারও নির্বাচনের প্রস্তুতিতে দৃঢ় অবস্থানে রয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত “জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস” উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ৬৩ আসনের প্রার্থীও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সমমনা দলগুলোর জন্যও আসন বরাদ্দ রাখা হবে। আগামী নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সবাইকে সম্পৃক্ত করা হবে।”
আহমেদ আযম খান বলেন, “বাসাইল-সখীপুরসহ সারা দেশে জনগণ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। আমরা ক্ষমতায় নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনে যাচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন— মহিলা দলের সভানেত্রী রাশেদা সুলতানা রুবি, বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, মহিলা নেত্রী শিউলি হাসান, তানিয়া ইসলাম ঝিনুকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।











