নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর এক সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১)। তিনি রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে এবং ছাত্রদলের রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া স্থানীয় রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের মালিকানাধীন সোলেমান ট্রেডার্সে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন সাদ্দাম। আজ সকালে দুর্গাপুর গ্রামের একটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে কয়েকজন শিশু সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহটি দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




