টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বিনোদনমূলক প্রতিযোগিতা—পুকুরে পাতিল বাইচ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত এই পাতিল বাইচ দেখতে ভিড় করে শত শত দর্শক। বর্ষার শেষে নৌকা বাইচ পরিচিত হলেও এই প্রথমবারের মতো বড় বড় রান্নার পাতিলে ভাসিয়ে বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস।
রঙিন রশি দিয়ে ঘেরা পুকুরে প্রতিযোগীরা রান্নার পাতিলে উঠে দুই হাতকে বৈঠা বানিয়ে শুরু করেন দারুণ এই বাইচ। কেউ ডুবে যাচ্ছে, কেউ হারাচ্ছেন দিক—আর এসব দৃশ্য দেখে দর্শকদের করতালি ও হাসিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তিন দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে গুলিপেঁচা গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতিযোগিতায় অংশ নেন মোট ৮০ জন প্রতিযোগী। প্রথম স্থান অর্জন করে বাইসাইকেল জিতেছেন অর্জুনা গ্রামের রফিক। দ্বিতীয় স্থান অধিকারী মাটিকাটা গ্রামের জিহাদ পেয়েছেন একটি গ্যাস সিলিন্ডার এবং তৃতীয় স্থান অর্জন করে রাইস কুকার পেয়েছেন জিগাতলা গ্রামের আবু তালেব।
আয়োজক স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই জানান, “গ্রামের যুবকদের সহযোগিতায় এমন ব্যতিক্রমী আয়োজন করেছি। এত মানুষের আগ্রহ ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও নিয়মিত পাতিল বাইচ আয়োজন করা হবে।”