পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা কর্মবিরতি ঘোষণা করেছেন। রোববার ১৬ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজসহ দেশের সব সরকারি কলেজের প্রভাষকরা অংশ নিয়েছেন। প্রভাষকরা জানান, ১২ বছর ধরে পদোন্নতি না পাওয়ায় তারা চরম স্থবিরতার মুখে পড়েছেন। নিয়ম অনুযায়ী ৫ বছর পূর্তির পর পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
প্রভাষকরা অভিযোগ করেন, একই ব্যাচের কর্মকর্তারা দ্রুত প্রশাসনিক পদে পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা বছরের পর বছর একই পদে থাকতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে যেতে হয়েছে বলে জানান।
কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন কলেজে নিয়মিত ক্লাস ব্যাহত হচ্ছে। কুমুদিনী সরকারি কলেজে প্রভাষকরা কর্মবিরতিতে থাকায় প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। হঠাৎ করে ক্লাস ও পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে থাকতে পারে।











