রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাব-৪-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মহসিন (৩৫)। তিনি শাহাদত বাহিনীর ‘কন্ট্রাক্ট কিলার’ বলে দাবি করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল। গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
সাজেদুল ইসলাম সজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব অভিযানে গেলে সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে মহসিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সূত্র: ntv










