বাংলা নববর্ষকে ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৭ বৈশাখ পর্যন্ত।
রোববার (১৩ এপ্রিল) সকালে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলাটি আয়োজন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমি যৌথভাবে।
এবারের মেলায় থাকবে ৯৮টি স্টল। আয়োজকরা জানিয়েছেন, নারী উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বাংলা একাডেমির বইগুলো মেলায় পাওয়া যাবে ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ে।
বৈশাখী আবহে ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।