ভারতীয় বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কোরেশি। একই অভিযোগ করেছেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং, যিনি বলেন, “পাকিস্তান বেসামরিক এলাকা ও সামরিক অবকাঠামোর ওপর হামলার উদ্দেশ্যে ড্রোন ও দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে।”
এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, “পাকিস্তানের উসকানিমূলক কর্মকাণ্ডই সীমান্ত উত্তেজনার কারণ। আমরা বরাবরই দায়িত্বশীল প্রতিক্রিয়া জানিয়ে আসছি, কিন্তু আজ সকালেও তাদের আগ্রাসী আচরণের পুনরাবৃত্তি দেখা গেছে।”
এদিকে নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে ভারী-ক্যালিবারের অস্ত্র ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনায় আঘাত হানার চেষ্টা করছে।
উত্তেজনার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষজন চরম আতঙ্কে রয়েছেন। অনেকেই নিরাপত্তার আশঙ্কায় এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।