পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর দাবি করেছে, খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তানে চালানো পৃথক অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ হিসেবে পরিচিত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্যও প্রাণ হারিয়েছেন।
আইএসপিআর জানায়, শনিবার ও রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)-এর বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে লাক্কি মারওয়াত জেলায় পাঁচজন, দ্বিতীয় অভিযানে বান্নু জেলায় দুইজন এবং মির আলি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বহরের ওপর হামলার ঘটনায় আরও দুইজন সন্ত্রাসী নিহত হয়। এতে দুই সেনা সদস্য—সৈনিক ফারহাদ আলি তুরি (২৯) ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২)—নিহত হন।
আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিহতরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও বেসামরিক নাগরিকদের হত্যা কর্মকাণ্ডে জড়িত ছিল।
এক বিবৃতিতে আইএসপিআর দাবি করে, “ভারতের সহায়তা ও নির্দেশনায় পাকিস্তানে সন্ত্রাসবাদ চালানো হচ্ছে। আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করেছে। আমরা এই হুমকি সম্পূর্ণ নির্মূল করব।”
অভিযান শেষ না হওয়ায় এখনো তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।