পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় (LoC) কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি।
তিনি আরও দাবি করেন, গত ৬ ও ৭ মে ভারতই পাকিস্তানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে এবং পরে তারাই আবার মধ্যস্থতার জন্য অনুরোধ জানিয়েছে। পাকিস্তান তাদের জানিয়ে দিয়েছে—যথাযথ জবাব দেওয়ার পরেই কোনো ধরনের যোগাযোগ সম্ভব।
লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নেই, কারণ এতে প্রায় ১৬০ কোটি মানুষের জীবন ও স্থিতিশীলতা জড়িত। তিনি আরও জানান, পাকিস্তান খুব পরিপক্কভাবে এবং দায়িত্বের সাথে এই উত্তেজনা মোকাবিলা করছে।
তার ভাষায়, “আমি ২০০ শতাংশ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি—আমাদের সেনাবাহিনী LoC-তে যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছে। আমরা পেশাদার সেনা, প্রতিশ্রুতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং শান্তিপূর্ণ সমাধানেই বিশ্বাসী। তবে কেউ আগ্রাসন চালালে জবাব দিতেও আমরা প্রস্তুত।”