প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে ছাত্রদলের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২০ এপ্রিল) সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে দাবি করে, এই ঘটনায় তাদের কোনো নেতা-কর্মী জড়িত নন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির যে দুই নেতার—সোবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজী—নামের কথা উল্লেখ করেছেন, তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ত নন বলেও জানানো হয় পোস্টে। সংগঠনটি আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনায়ও তাদের উপস্থিতি পাওয়া যায়নি।
বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রমাণ ছাড়াই তাদের নেতাদের জড়িয়ে ফেসবুকে ‘মব ট্রায়াল’ চালানো হচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। একইসঙ্গে প্রশ্ন তোলা হয়, কেন ছাত্রদল নিজ কর্মীর প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে চাইছে।
উল্লেখ্য, শনিবার রাতে বনানীতে ছুরিকাঘাতে খুন হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। পূর্বের একটি কথাকাটাকাটির জেরে ৩০-৪০ জনের একটি দল ক্যাম্পাসের বাইরে তাকে ঘিরে ধরে আক্রমণ করে। কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা হয়নি।