বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে এখন থেকে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবে। এই নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত কোনো চার্জ বা কমিশন নেওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছু তফসিলি ব্যাংক পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের সময় ভিন্ন ভিন্ন হারে সার্ভিস ফি ও কমিশন আদায় করে আসছিল। এতে গ্রাহকরা বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হচ্ছেন। এ অবস্থায় জনস্বার্থে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।