ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)-কে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের নতুন পদায়ন নিচে উল্লেখ করা হলো—
-
মো. নাজিম উদ্দিন আল আজাদ — ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ থেকে লালবাগ বিভাগে
-
মোহাম্মদ আবু তাহের — ট্রাফিক ওয়ারী বিভাগে
-
মো. শওকত আলী — এস্টেট বিভাগ থেকে রমনা বিভাগে
-
মো. জাহিদ হোসেন — ট্রাফিক ওয়ারী বিভাগ থেকে মতিঝিল বিভাগে
-
কে এইচ এম এরশাদ — প্রটেকশন বিভাগ থেকে উত্তরা বিভাগে
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।











