সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে পরিচালিত এই অভিযান সম্পর্কে পুলিশ দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন মামুন মিয়া (২৩) ও মো. উবায়দুল (২১)। তারা সদর উপজেলার রাধানগর আমপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিশ্বম্ভরপুরের চালবন্দ এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারে দুটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ পাচার করা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়।
সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তবে অন্য মোটরসাইকেলটি আটক করা হয় এবং তল্লাশির সময় ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আরও দুজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।










