দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হারলেও প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ ‘এইচ’-এ সেরা তিন রানার্সআপের একজন হয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা।
রবিবার (১০ আগস্ট) ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে তৃষ্ণার গোলে লিড নেয় বাংলাদেশ। কিন্তু ৫ মিনিট পর লি হিউনের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে আরও চার গোল হজম করে বাংলাদেশ। চু হিউং, হেই ইয়ং ও লি হিউন বাকি গোলগুলো করেন।
তবে দিনের অন্য ম্যাচে চীনের কাছে লেবাননের ৮-০ গোলে হারের ফলে মূল পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের। আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্ব। এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানো চারটি দল পাবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য দেশের নারী ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করল।