খবর বাংলা
,
ডেস্ক
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবইয়ের কাজ সম্পন্ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মহান বিজয় দিবসের প্রাক্কালে প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের দৃঢ় অঙ্গীকারের পাশাপাশি মুদ্রণ প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীদের নিরলস শ্রম ও নিষ্ঠার ফলেই এই লক্ষ্য অর্জিত হয়েছে।
এর ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পথ সুগম হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাবর্ষের আগে সাড়ে আট কোটিরও বেশি পাঠ্যবই মুদ্রণ ও প্রস্তুত করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। এই সাফল্য সরকারের শিক্ষাবান্ধব নীতি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অটল প্রতিশ্রুতির স্পষ্ট প্রতিফলন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এনসিটিবির এই অর্জন প্রাথমিক শিক্ষাব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এ সাফল্য দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











