বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছিল। বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের ভুল পদক্ষেপের কারণে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমছে। বিশেষ করে বোরো মৌসুমে ধান ওঠার পর চালের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৬ বিলিয়ন ডলার। এ বিষয়ে আলোচনার জন্য একটি সরকারি প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবে।
তিনি আরও জানান, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে প্রায় ২ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, তবে সরকার সেটি কমিয়ে আনার চেষ্টা করছে।
পাকিস্তান, ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে কোনো সমস্যা নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশের স্বার্থে সব দেশের সঙ্গেই বাণিজ্য অব্যাহত থাকবে।