ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান অল্প কয়েক বছরের মধ্যেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। একের পর এক নাটকে অভিনয় করে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতির কারণে প্রায়ই শিরোনামেও আসেন।
সম্প্রতি ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন আরশ খান। পোস্টটি ঘিরে নেটিজেনদের মাঝে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ ধরে নেন, অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকি তাকে আইসিইউতে নেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
এই নিয়ে বিভ্রান্তি তৈরি হলে পরবর্তীতে আরেকটি পোস্টে বিষয়টি পরিষ্কার করেন আরশ খান। তিনি লেখেন—
“আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। অনুজদের সচেতন করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত পাঠিয়ে দিচ্ছেন, তাদের অনুরোধ করছি— এমন ভুয়া তথ্য ছড়াবেন না।”
অভিনেতা আরও যোগ করেন, তার শারীরিক অবস্থা ভালো এবং কোনো গুরুতর সমস্যা নেই। একইসঙ্গে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে সাংবাদিক ও ভক্তদের অনুরোধ জানান তিনি।
আরশ খান পোস্টে লিখেন— “আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস ঠিক আছে। জোর করে পৃথিবী থেকে বিদায় না দিলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।”
সবশেষে তিনি জানান, তার নম্বর অপরিবর্তিত আছে। সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।