লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথর ও বালু পরিবহনকারী গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে লেখেন, পাটগ্রামে সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে দেশের বিভিন্ন এলাকায় যাওয়া ট্রাক থেকে গাড়িপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সারজিস আলম আরও দাবি করেন, পাটগ্রামের ইউএনও দুই চাঁদাবাজকে আটক করে এক মাসের জেল দেন। কিন্তু এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী থানায় হামলা চালিয়ে ওই দুইজনকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ চাইলেও সেখানেও বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাখে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে এভাবে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজদের রক্ষা করে, তাহলে দেশ সংস্কার হবে কীভাবে?’ তার অভিযোগ, স্থানীয় এক এমপি প্রার্থী এই কাজের মদদ দিচ্ছেন।
সারজিস আলম বলেন, ‘বিএনপির দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে দল কী পদক্ষেপ নেয় সেটাই দেখতে চাই।’ তিনি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।