সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আবারও তার মূল পরিচয়ে ফিরে যাচ্ছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং জনপ্রিয় মার্কেটপ্লেস—এই তিনটি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। মঙ্গলবার ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটি নতুন এই দিকনির্দেশনার বিষয়টি জানায়।
বিগত কয়েক বছর মেটা মেটাভার্স প্রকল্পে ব্যস্ত থাকলেও ব্যয় সাশ্রয় এবং ব্যবহারকারীর আগ্রহ কমে যাওয়ার কারণে প্রতিষ্ঠানটি আবারও ফেসবুকের মূল ফিচারগুলোতে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ একাধিক বাজারে ব্যবহারকারীর প্রবৃদ্ধি থেমে গেলেও ফেসবুক এখনো বিশ্বের অন্যতম ব্যবহারবান্ধব অ্যাপ। তবে তরুণ ব্যবহারকারী কমে যাওয়ায় নতুন কৌশল গ্রহণ করেছে মেটা।
তরুণদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এবার গুরুত্ব দিচ্ছে ফেসবুক মার্কেটপ্লেসে। বর্তমানে যুক্তরাষ্ট্রে জেন-জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করেন। এতদিন মার্কেটপ্লেস অ্যাপের ‘More’ মেনুর ভেতরে থাকলেও নতুন আপডেটে এটি নিচের নেভিগেশন বারে যুক্ত করা হচ্ছে। এর পাশেই থাকবে রিলস এবং বন্ধু সংক্রান্ত অপশন।
ছবি দেখার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। এখন থেকে ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক দেওয়া যাবে। সব ছবি একই গ্রিডে দেখা যাবে এবং ক্লিক করলে ফুলস্ক্রিন ভিউ দেখা যাবে। প্রোফাইলে যুক্ত করা যাবে শখ, আগ্রহ, ভ্রমণ তথ্যসহ আরও অনেক কিছু। একই আগ্রহে মিল পাওয়া অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ বাড়ানোই মেটার লক্ষ্য।
সার্চেও নতুন ইন্টারঅ্যাকটিভ ডিজাইন যুক্ত হচ্ছে। ছবি ও ভিডিও দেখার জন্য ফুলস্ক্রিন ভিউয়ার যুক্ত হবে। স্টোরি বা পোস্ট তৈরি করা আরও সহজ করা হয়েছে। মিউজিক যোগ করা, বন্ধুকে ট্যাগ করা ও অন্যান্য ভিজ্যুয়াল টুল আরও সহজভাবে পাওয়া যাবে। সেটিংসও সহজ করা হচ্ছে, যাতে অডিয়েন্স সিলেকশন ও ক্রস-পোস্টিং আরও স্পষ্টভাবে দেখা যায়।
কমেন্ট সেকশনে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এতে রিপ্লাই আরও সহজ হবে, ব্যাজ বেশি দৃশ্যমান থাকবে এবং পিনিং টুল যোগ করা হবে। গ্রুপ অ্যাডমিন ও ক্রিয়েটরদের জন্য মডারেশন টুল উন্নত করা হয়েছে। ব্যবহারকারীরা বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করতে পারবেন। কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারী কারণ জানাতে পারবেন, যাতে ফিড আরও ব্যক্তিগত হয়ে ওঠে।
মেটা জানিয়েছে, এসব পরিবর্তন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী চালু হবে। তবে নেভিগেশন, সার্চ ও কমেন্ট সংক্রান্ত কিছু পরিবর্তন শুধু মোবাইল সংস্করণেই দেখা যাবে।











