“বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” স্লোগানে টাঙ্গাইলে বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে টাঙ্গাইলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই  স্লোগানকে সামনে রেখে শনিবার শহরের সদর থানা ও ১৭ নং বিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ।

আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমান, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলি উপস্থিত ছিলেন সমাবেশে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন।

এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও ১৭ নং বিটের জনসাধারণ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলায় ১১৮টি ইউনিয়সহ ৬টি পৌর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু রয়েছে।