টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে করোনা ভাইরাসে কর্মহীন দুঃস্থ ও বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি, হুগরা, বাঘিল, হাজরা ঘাট অঞ্চলের চারশ’ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আমেরিকার লস এঞ্জেলসস্থ বাংলাদেশী আমেরিকান সোসাইটির পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও ১ কেজি লবন প্রদান করা হয়।
বাংলাদেশী আমেরিকান সোসাইটির সম্পূর্ণ অর্থায়ন ও বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মাহবুবুল হক ভূঁইয়া (শিপন), আনোয়ার সাদৎ তানাকা, রিপন মুন্সী, আসিফ ইকবাল সনেট, আব্দুল জলিল, আরিখ খান ও মুরাদ সহ অন্যান্য শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।