চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘর বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার কিছু পর তিনি কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, দুর্যোগকালে মানসম্মত ঘর নির্মাণ একটি চ্যালেঞ্জ হলেও বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তা সহজ হয়েছে।
তিনি জানান, ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই চার জেলায়। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৩০০টি ঘর নির্মাণ করা হয়।
এই প্রকল্পের জন্য প্রধান উপদেষ্টার অফিস থেকে মোট ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ড. ইউনূস।