খবর বাংলা
,
ডেস্ক
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বুধবার (১৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তলবের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ প্রকাশ করতে এ তলব করা হয়েছে। বিশেষভাবে যেসব গোষ্ঠী ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করছে, তাদের দিকে হাইকমিশনারের মনোযোগ আকর্ষণ করা হয়েছে।
ভারতের পক্ষ জানায়, বাংলাদেশে সম্প্রতি কিছু ঘটনা নিয়ে চরমপন্থী মহল ভুয়া বয়ান তৈরি করার চেষ্টা করছে, যা তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তলবের সময় ভারতের হাইকমিশনারকে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যকলাপে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করা হবে না। শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করা হচ্ছে।
তথ্য সূত্র : প্রথমআলো











